Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাচাতো ভাই রেকর্ড করে নিয়েছেন জমি, পাঁচ বোনের মানববন্ধন

বেআইনিভাবে রেকর্ডে সহযোগিতার অভিযোগ উঠেছে সেটেলমেন্ট অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৪:৫০ পিএম

পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাঁচ বোন। ভুক্তভোগীদের অভিযোগ, চাচাতো ভাই কৌশলে তাদের অংশের জমি রেকর্ড করিয়ে নিয়েছেন।

বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে রবিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন হাসনা ভানু, এলেজা খাতুন, ঝর্ণা খাতুন, পারুল বেগম ও শান্ত ভানু। তারা সবাই সখীপুর উপজেলার সরাতৈল গ্রামের মৃত তারা মন্ডলের মেয়ে।

পাঁচ বোন জানান, পৈত্রিক সূত্রে তারা সরাতৈল মৌজায় ৯০ শতক জমি পেয়েছেন। 

“আমরা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আমাদের কোনো সহোদর ভাই নেই। এই সুযোগে চাচাতো ভাই আনোয়ার মন্ডল তার পৈত্রিক সূত্রে পাওয়া ১২ শতকের পরিবর্তে ৫২ শতক জমি কৌশলে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন।”

ভুক্তভোগীদের অভিযোগ, “আনোয়ার মন্ডলের এ অবৈধ কাজে কালিহাতী উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার জহির উদ্দিন ও খারিজ সহকারী মর্তুজ আলী সহযোগিতা করেছেন। আমরা আমাদের পৈত্রিক সম্পত্তি ফেরতসহ আনোয়ার মন্ডল, জহির উদ্দিন ও মর্তুজ আলীর শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত খারিজ সহকারী মর্তুজ আলী বলেন, “আমার চাকরি শেষপর্যায়ে। আমার নামে মিথ্যা অভিযোগ এনে তারা মানববন্ধন করেছে।”

মূল অভিযুক্ত আনোয়ার মন্ডল বলেন, “আমি কারও জমি রেকর্ড করে নেইনি। নিজের সম্পত্তি রেকর্ড
করে নিয়েছি।”

তবে কত শতক জমি রেকর্ড তিনি রেকর্ড করে নিয়েছেন, জানতে চাইলে জবাব দেননি তিনি।

   
Banner

About

Popular Links

x