Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৭

ঢাকায় ৪,৬৫২ জনসহ দেশের হাসপাতালগুলোতে ৯,৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৭দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৩২৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

তথ্য বলছে, একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২,৭৫১ জন।

ডেঙ্গু ব্যানার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১,১১৯ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকায় ৪,৬৫২ জনসহ দেশের হাসপাতালগুলোতে ৯,৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ বছর এ পর্যন্ত ৬৯,৪৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, আর সুস্থ হয়েছেন ৫৯,৫৮৪ জন।

About

Popular Links