Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

২০১৮ সালে সড়কে ঝরেছে সাড়ে ৪ হাজার প্রাণ

২০১৮ সালে সারা দেশের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:৫০ পিএম

২০১৮ সালে সারাদেশে ৩ হাজার ১০৩ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭ হাজার ৮২৫ জন। 

আজ মঙ্গলবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) নামের একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। 

সংস্থাটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, এর আগে ২০১৭ সালে সড়কে দুর্ঘটনা সংঘটিত হয় ৩ হাজার ৩৪৯টি। সে বছর সড়কে প্রাণ যায় ৫ হাজার ৬৪৫ জনের। 

২০১৮ সালে সারা দেশের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাজধানীতে ৩৩৯ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।  আর দুর্ঘটনায় সবচেয়ে কম প্রাণহানি হয়েছে নবাবগঞ্জে। জেলাটিতে ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়।             

About

Popular Links