Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাড্ডায় নিজের শরীরে আগুন দিলেন রিকশাচালক

রিকশাচালক রনি মিয়া জুয়া খেলে ৩০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সময় অনেকেই তাকে টাকার জন্য চাপ দেন

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:৪৯ পিএম

রাজধানীর বাড্ডা এলাকায় নিজের শরীরে নিজেই আগুন দিয়ে দগ্ধ হয়েছেন এক রিকশাচালক। বর্তমানে তিনি শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই রিকশাচালকের নাম মো. রনি মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা।

রনির স্ত্রী সোনিয়া বেগম জানান, রনি পেশায় রিকশাচালক। কিন্তু ঠিকমতো কাজে যান না। জুয়া খেলে ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময় অনেকেই তাকে টাকার জন্য চাপ দেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাসার বাইরে গিয়ে তিনি নিজেই নিজের শরীরে আগুন দেন। পরে চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “রনির শরীরের ৪২% পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

ইয়ানুর নামের ছয় বছর বয়সী এক মেয়ের জনক তিনি। তার স্ত্রী সোনিয়া বেগম জাহান গার্মেন্টসের অপারেট।

   

About

Popular Links

x