Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বন্যায় ব্যবহার অনুপযোগী সেপ্টিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকোরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেপ্টিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:২৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় “বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী” হয়ে পড়া সেপ্টিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাদের বাবা।

বুধবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার শাহাদাত হোসেন (৫০) ও তার ভাই শহীদুল ইসলাম (২২)। তাদের বাবা আনোয়ার হোসেন (৭৮) হাসপাতালে ভর্তি।

স্থানীয়দের বরাতে চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “গত কয়েকদিন ধরে ভারি বর্ষণে উজানের ঢলে চকোরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আনোয়ার হোসেনের বসতভিটাও তলিয়ে যায়। তার বাড়ির সেপ্টিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।”

বুধবার রাতে পানি নেমে গেলে আনোয়ার হোসেনের দুই ছেলে সেপ্টিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। তখন জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভেতরে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। ছেলেদের উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x