Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাল্য বিয়ে দিয়ে জেলে গেলো বাবা

সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দন্ডাদেশ প্রদান করেন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত ব্যক্তির নাম সলিম উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে বাদপুকুরিয়া গ্রামে অষ্টম শ্রেনী পড়ুয়া ১৫ বছর বয়সী এক মেয়েকে গোপনে বিয়ে দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এসময় বাদপুকুরিয়া মসজিদের ইমাম মিজানুর রহমান ও বর আজিজুল (২১) পালিয়ে গেলে মেয়ের বাবা সলিম উদ্দিনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেয়ের বাবাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

   
Banner

About

Popular Links

x