Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজার সমুদ্রসৈকতে বিষধর সামুদ্রিক সাপ

গত ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১১:১৪ পিএম

কক্সবাজারের সমুদ্র সৈকতে ইয়েলো বেলিড নামে বিষধর প্রজাতির একটি সামুদ্রিক সাপের দেখা পাওয়া গেছে।

শুক্রবার (১১ আগস্ট) রাতে শহরের সমিতিপাড়ার সমুদ্র সৈকতে সাপটির দেখা মেলে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি স্টার।

সমুদ্র সৈকতে ওই সাপের ভিডিও দৃশ্য ধারণ করেন স্থানীয় একটি সংবাদপত্রের সাংবাদিক আব্দুর রাশেদ মানিক।

তিনি জানান, স্থানীয় কয়েকজন ও তিনি সৈকতে সাপটিকে দেখেন। পরে সাপটি সাগরে চলে যায়।

এ সাপটি সৈকতে দেখা বিরল বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী।

তিনি বলেন, “এই ইয়েলো বেলিড সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল।”

তিনি বলেন, “বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।”

গত ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x