Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

নয় দিন পর সচল হচ্ছে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক

গত নয় দিন সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৪:৪০ পিএম

নয় দিন পর বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির উপজেলার সড়ক যোগাযোগ সচল হচ্ছে। বুধবার (১৬ আগস্ট) থেকে এই সড়কে যান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার বান্দরবান-রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাসস্টেশনের লাইনম্যান মো. পারভেজ এ তথ্য জানান।

তিনি জানান, এ মাসের শুরুতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ওই সড়কে যান চলাচল আংশিক বন্ধ হয়। এছাড়া পাহাড়ধসে সড়কের বিভিন্ন স্থানে মাটির স্তুপ হওয়ায় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। গত নয় দিন সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। তবে বন্যার পানি নেমে যাওয়ায় ও মাটির স্তুপ সরানোর কারণে সড়কটি আবারও যান চলাচলের উপযোগী হয়েছে।

এজন্য ১৬ আগস্ট থেকে বান্দরবান-রোয়াংছড়ি রুটে যান চলাচল শুরু হবে।

এর আগে, ১৪ আগস্ট থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে পাহাড় ধস ও সড়ক ধসের কারণে গত ৮ আগস্ট থেকে বান্দরবান থেকে রুমা-থানচি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।

বান্দরবান শৈল শোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ জানান, বুধবার থেকে যান চলাচল স্বাভাবিক হবে। এরইমধ্যে ৯টি লাইনের গাড়ি পাঠানো হয়েছে।

About

Popular Links