Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেকে এনে প্রেমিকাকে গণধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

বন্ধুকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে নির্যাতন করে অভিযুক্ত

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে এক তরুণীকে ডেকে এনে গণধর্ষণের মূলহোতা মোহাম্মদ আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার মহেলা গ্রামে।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তার সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মোহাম্মদ আলীর (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে সে সোমবার দুপুরে ওই তরুণীকে তার এলাকায় ডেকে আনে। ওই তরুণী কথামতো এলাকায় এলে তাকে নিয়ে উপজেলার পৌলী এলাকায় নিয়ে যায় মোহাম্মদ আলী। সেখানকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। সেখানে মোহাম্মদ আলীর বন্ধু সোহেলও তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন- 

ঘটনার পর অভিযুক্তরা ওই তরুণীকে ফেলে চলে যায়। স্থানীয়রা ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কথিত প্রেমিক মোহাম্মদ আলী (২৫) ও তার বন্ধু সোহেলকে (৩০) আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

কালিহাতী থানার ওসি, তদন্ত মনিরুজ্জামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।

   

About

Popular Links

x