Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাগলা মসজিদের দান সিন্দুকে এবার ২৩ বস্তা টাকা

এর আগে গত মে মাসে সেখানে পাওয়া গিয়েছিল পাঁচ কোটি ৫৯ লাখ টাকা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:১৯ এএম

কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দান সিন্দুকে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা। এবার তিন মাস ১৩ পর দান সিন্দুক খোলা হলো।

শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।

টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৮টায় জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সগুলো খুলে দানের টাকা ২৩টি বস্তায় ভরে আনা হয় গণনার জন্য। বিকেল পর্যন্ত চলবে টাকা গণনার কাজ। তারপর জানা যাবে এবারের দানের মোট টাকার পরিমাণ।

এর আগে গত ৬ মে সেখানে ১৯ বস্তায় পাওয়া যায় পাঁচ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। সঙ্গে ছিল বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা।

   

About

Popular Links

x