রাজধানীর হাতিরঝিল এলাকার কয়েকশ ফুট উঁচু একটি বিদ্যুতের পোলে উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর “কথা বলে বলে” বুঝিয়ে শুনিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিচে নামান।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পঞ্চাশোর্ধ্ব ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলের মধ্যেকার সুউচ্চ ওই টাওয়ারে উঠে পড়েন। ৪টার দিকে আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।
এ টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ফলে ওই নারীকে নামিয়ে আনতে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। সন্ধ্যা ৬টার কিছু পরে তাকে নামিয়ে আনতে সক্ষম হন কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে দেখতে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, “৬টা ৫ মিনিটের দিকে ওই নারীকে ‘কথা বলে’ নিচে নামিয়ে আনা সম্ভব হয়। তার নাম খুকু মনি। বয়স ৫৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার বাড়ি মুন্সীগঞ্জে।”
ফায়ার সার্ভিস জানায়, ওই নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “ফায়ার সার্ভিসের সহায়তায় ওই নারীকে নামিয়ে আনা হয়। ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।”
আব্দুল কুদ্দুস বলেন, “জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের উচ্চতা ১৭০ ফিট। ওই নারী আনুমানিক ১০০ ফুট উপরে উঠে বসে ছিল। আরেকটু উপরে উঠলে বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা ছিল।”