Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাসিরনগরে নারীদের নিয়ে সমাবেশ

 এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে নারীদের  অবহিতকরণ, উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব, অপপ্রচার, ডেঙ্গু প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে "মহিলা সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার।

সমাবেশে  সরকারের উন্নয়ন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, জেলা পলিসি ফোরাম সভাপতি, বিটিভি জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ভাতা উপকারভোগী নারী, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত ও আত্মকর্মসংস্থানে সফল নারী সদস্যরা। 

সমাবেশের পর  প্রধান অতিথি ১৫০ জন নারীর মাঝে গাছের চারা বিতরণ করেন।

   

About

Popular Links

x