Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত লক্ষাধিক, মৃত্যু ৫০৬ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,০৭০ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬ হাজার ৪২৯ জনে

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৭:০১ পিএম

দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো। আর মোট আক্রান্ত ইতোমধ্যে লাখ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,০৭০ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬ হাজার ৪২৯ জন।

বুধবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন।

এরপর ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

About

Popular Links