Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

রেলক্রসিংয়ের ওপর পুলিশ ভ্যান, তিনজনের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ের ওপর উঠে যায় পুলিশ সদস্যদের বহন করা একটি পিকআপ ভ্যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “সোনার বাংলা এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত তিন পুলিশ সদস্য হলেন- মিজানুর রহমান (৩৪), মোহাম্মদ হোসেন (২৯) ও ইস্কান্দার আলী মোল্লা (২৮)। তারা সীতাকুণ্ড থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) চিকিৎসাধীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও পিকআপ ভ্যানের চালক পুলিশ কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি জানান, পুলিশের পিকআপ ভ্যানটি ফকিরপাড়া এলাকার দিকে যাচ্ছিল। রেলক্রসিং অতিক্রম করার সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্য দুইজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সিএমসিএইচ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী। ঘটনার জেরে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

   
Banner

About

Popular Links

x