সিলেটে হযরত শাহজালাল (র.) এর দরগাহ চত্বরে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার চার্জ (অভিযোগ) গঠন হয়েছে। সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজদিলীপ কুমার ভৌমিক বুধবার মামলার আসামি ৩ হরকাতুল জিহাদ জঙ্গির উপস্থিতিতে চার্জ গঠন করেন।
চার্জ গঠনকালে আদালতের কাঠগড়ায় হরকাতুল জিহাদের জঙ্গি মুফতি মইন উদ্দিন, আব্দুল মাজেদ ভাট, মো. মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন।আদালতের পেশকার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৪ সালের ২১ মে দরগাহ চত্বরে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এতে হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেনসহ অর্ধ-শতাধিক লোক আহত হন। মারা যান দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন। এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস বাদি হয়ে ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২/৩৪ তৎসহ হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় সাতজনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৩ মে আদালতে সম্পূরক অভিযোগপত্র (নম্বর-৮৮) দাখিল করেন সিআইডি হবিগঞ্জের জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা। মামলার মোট সাক্ষী ৫৬ জন। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর এ মামলার অপর তিন আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ওরফে আবুল কালাম, হুজি ক্যাডার শরীফ সাহেদুল ইসলাম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে অন্য মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়। এরই মধ্যে তাদের ফাঁসি কার্যকর হয়েছে।