Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

বৃহস্পতিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাটের বালইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও তার ৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও আরেক মেয়ে।

নিহতরা হলেন- শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৩) ও নওশীন (৫)। আহতরা হলেন- সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওরীন (১২)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাটের বালইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, নিহত সোহেল তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তার ৫ বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

About

Popular Links