বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে ৪০ হাজার সিসি ব্লক দিয়েছেন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ম. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার থেকে তিন দফা উজানের ঢলে মুহূর্তেই ওই এলাকায় যমুনা নদীতে বিলীন হয় নদী তীরের ৪০টি বাড়িসহ অর্ধশত স্থাপনা। ঘরের আসবাবপত্র, গবাদিপশুসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে বাসিন্দাদের। এছাড়া ভাঙনের তীব্রতায় তীরের কাছের পাঁচশ পরিবার নিজের ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
তলিয়ে যাওয়া আসবাবপত্র উদ্ধারসহ ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন।
এদিকে এই ভাঙনের খবরে নিজের দুই কোটি টাকা মূল্যের সিসি ব্লক নদী ভাঙন রোধে ব্যবহারের ঘোষণা দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ম. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকেই এই ব্লক দিয়েছি। আমি নিজে এই ভাঙন দেখে বড় হয়েছি। এই এলাকার মানুষের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করি। এই অঞ্চলের মানুষের কষ্ট নিরসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে সহযোগিতা করতে ৪০,০০০ সিসি ব্লক দিলাম। ভবিষ্যতে এই এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।