সমুদ্র অর্থনীতিকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য খুব গুরুত্বপূর্ণ বর্ণনা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ সমুদ্র সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আওরঙ্গজেব ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর দায়িত্ব নেন।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেই সাথে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। যা বাহিনীর জন্য এক গর্বের বিষয়। আওরঙ্গজেবের নেতৃত্বে নৌবাহিনী আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ নৌবাহিনী প্রধানকে তার দায়িত্বপালনে অব্যাহত সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।