ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, “আগুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
কৃষি মার্কেটে আগুন নেভাতে প্রথমে সাতটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও দশটি ইউনিট যোগ দেয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দিয়েছে। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করে। আগুনের সূত্রাপাত নিয়ে এখনো কিছু জানা যায়নি।
মোহাম্মদপুরের প্রধান এই কাঁচা বাজারটিতে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ৬০০টি। যার মধ্যে কাপড়ের দোকান, মুদি পণ্যের দোকান, জুতা, জুয়েলারি, বেকারি, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর বাইরে সবজি বাজার, মাছ ও মাংসের বাজার রয়েছে।
আগুনে মার্কেটের ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।