Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২,৬৬৩

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯,৯১৩ জন রোগী ভর্তি আছেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭৮ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৮৫ জনের।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে পাঁচজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২,৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯০০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১,৭৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯,৯১৩ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪,০৬৬ জন, আর বাকি ৫,৮৪৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৫৯,৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক লাখ ৪৯,১৪৪ জন।

About

Popular Links