লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী আবদুর রহমান পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে বুধবার (২৭) মধ্যরাতে ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের জেলা ইন্টিলিজেন্ট অফিসার মো: নজরুল ইসলাম জানান, আবদুর রহমানকে গত ২৪ জুন গাজীপুর থেকে পুলিশ গ্রেফতার করে।
এই প্রতিবেদককে নজরুল ইসলাম বলেন, “এই খুনের প্রধান পরিকল্পনাকারী আবদুর রহমানকে নিয়ে তার সঙ্গীদেরকে ধরার উদ্দেশ্যে রাত ১টার দিকে পুলিশ খাসমহল বালুর চর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালাতে যায়।”
“পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুরের সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে আবদুর রহমান নিহত হয়।”
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিদের একটি দল গত প্রায় দুই মাস আগে খাসমহল বালুর চর এলাকায় একটি বাসা ভাড়া নেয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে পুলিশ হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও একটি মোটরবাইক উদ্ধার করে।