রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
নিয়ন্ত্রণে এলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।