Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ নিয়োগের অভিযোগে সাবেক মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

  • সরকারি বিধি না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়
  • মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন আদালত
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) নেটওয়ার্ক প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে আরেকজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে সাবেক মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেছেন সিটি কর্পোরেশনে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা শেখ মো. সোয়েব কবির।

তিনি নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের শেখ মো. শাহাজাহান কবিরের ছেলে। আদালতের বিচারক হাসিবুল হাসান মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. বায়জিদ।

মামলার আসামিরা হলেন- সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্যসচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়দুর রহমান।

অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথমস্থান অর্জন করেন সোয়েব কবির। ২০২১ সালের ৯ মে তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেয় সিটি কর্পোরেশন। এরপর থেকে অজ্ঞাত কারণে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, তার চাকরির সময় শেষ না হলেও সরকারি বিধি না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। এ অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর সিটি কর্পোরেশনে গিয়ে আসামিদের কাছে বেতন-ভাতা চেয়ে বর্তমান কর্মকর্তার নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা বেতন-ভাতা দেবেন না ও নিয়োগ বাতিল করবেন না বলে জানান। এজন্য অবৈধ নিয়োগ বাতিল এবং বেতন-ভাতা চেয়ে মামলা করেন বাদী সোয়েব কবির।

   

About

Popular Links

x