ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন ঢাকার ও ১১ জন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,০১৫ জন। তাদের মধ্যে ৮৫৭ জন ঢাকার ও ঢাকার বাইরে ২,১৫৮ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০,২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩,৮১৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৬,৪৪৪ জন।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১,৭৬,৮১০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১,৬৫,৬৮০ জন।