Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ছোট হলেও’ পর্যবেক্ষক দল পাঠাতে ইইউকে সিইসির চিঠি

ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে নির্বাচন পর্যবেক্ষণে ছোট পরিসরে হলেও ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন কেন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, সে বিষয়ে সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের (ইইউ) বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী-না এটাও উল্লেখ করেনি।”

ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া চিঠির জবাব প্রসঙ্গে এই কমিশনার বলেন, “সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।”

মো. আহসান হাবীব খান সাংবাদিকদের বলেন, তারা মনেপ্রাণে বিশ্বাস করেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে।

   

About

Popular Links

x