টাঙ্গাইলে যৌনপল্লির শিশুদের জন্য নাইট কেয়ার সেন্টার চালু করা হয়েছে। সোশ্যাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নামে একটি সংস্থার উদ্যোগে এই কর্মসূচি চালু করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের কান্দাপাড়ার যৌনপল্লির পাশে এই নাইট কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।
সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন বলেন, “যৌনপল্লিতে বেড়ে ওঠা শিশুরা যেন স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়- এটিই আমাদের লক্ষ্য। এই শিশুদের স্বাভাবিক মনোবিকাশ ঘটুক এটিই আমাদের চাওয়া।”
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, “এটি ভালো উদ্যোগ। তবে এর ধারাবাহিতা ধরে রাখতে হবে। জেলা প্রশাসন যৌনপল্লিতে কাজ করবে।”