বাজারে কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খুচরায় প্রতি কেজি মরিচের দাম পড়ছে ২৫০ টাকা। গত তিন দিনে এর দাম ১০০-১২০ টাকা কম ছিল।
জুলাই মাসে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও পরবর্তীতে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এমনকি ডিমের দামও কমতে শুরু করেছে।
তবে পেঁয়াজ, মাছ এবং কিছু শাকসবজির দাম কিছুটা বেড়েছে।
কাঁচা বাজার ব্যবসায়ীদের মতে, ভারী বৃষ্টির কারণে আমদানি হ্রাস ও স্থানীয় সরবরাহ হ্রাসের কারণে মরিচ ও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকালে বেড়িবাধ পাইকারি বাজারে বিক্রেতারা প্রতি পাল্লা (পাঁচ কেজি) ১,১২০ টাকায় সবুজ মরিচ কিনেছেন, যা বুধবার ছিল ৭৫০ টাকা ও আগের সোমবার ছিল ৬০০ টাকা।
পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়েছে, যে কারণে খুচরা বাজারেও দাম কিছুটা বেড়েছে।
প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
তথ্য বলছে, দিনাজপুর, নীলফামারী, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, জামালপুরসহ বিভিন্ন এলাকায় অবিরাম বর্ষণে মরিচের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমদানি হ্রাস পাওয়ায় মরিচের দাম ওঠানামা করছে।
এদিকে গত সপ্তাহে ডিমের দাম প্রতি ডজনে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত কমছে। সরকার দুই সপ্তাহ আগে ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছিল প্রতি ডজন ১৪৪ টাকা বা প্রতি পিস ১২ টাকা।
তবে শুক্রবার খামারের বাদামি ডিম প্রতি ডজন ১৪৫-১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০-১৪৪ টাকায় বিক্রি হচ্ছে।