Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুক লাইভে রামপুরা থানা ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

ওসি বলেন, ‘দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন, বিষয়টি তদন্তের পর বলতে পারবো’

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৩০ পিএম

রাজধানীর বনশ্রী এলাকার নিজ বাসায় রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬) ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

রবিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “লাইভের বিষয়টি ডিবির সাইবার ক্রাইম টিমের নজরে এলে এক কর্মকর্তা আমাকে জানান। এরপর সেখানে গিয়ে বনশ্রী সি ব্লকের বাসার নিচতলা থেকে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ওসি আরও বলেন, “দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন, বিষয়টি তদন্তের পর বলতে পারবো।”

   

About

Popular Links

x