Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ সেজে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৫

রবিবার সকালে তাদের আটক করে পুলিশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৩ পিএম

শরীয়তপুরের গোসাইরহা‌ট উপজেলায় পু‌লিশ পরিচ‌য়ে চাঁদাবাজির সময় ৫ জনকে আটক করেছ গোসাইরহাট থানা পুলিশ। রবিবার সকালে পুলিশ তাদের আটক করে বলে ইউএনবির একটি খবরে বলা হয়েছে।

আটক ৫ জন হলেন- গোসাইরহাট উপজেলার মৃতসেনপট্টি গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮),মৃত রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৩৫), দাসেরজঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫), মহেশপট্টি গ্রামের মিয়াচান রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫) ও টেংরা গ্রামের সফিউদ্দিন মোল্যার ছেলে শরীফ মোল্যা (৩০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার ভোরে গোসাইরহার পট্টি ব্রীজের ওপর দিয়ে মাছ ব্যবসায়ী ইদ্রিস প্রধানীয়া মাছের গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ পরিচয় দিয়ে পাঁচ ব্যক্তি তাকে আটক করে ৩০ হাজার টাকা দাবি করে। তারা জানায়, টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে।  

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, "ভোরে পট্টি ব্রীজের ওপর দিয়ে মাছের গাড়ি যাওয়ার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে"।

   

About

Popular Links

x