Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় ছিনতাই দমনে ডিএমপি’র টাস্কফোর্স

  • ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে তা খোঁজা
  • ছিনতাই সংঘটিত হলে ছিনতাইকারীকে আইনের আওতায় আনা 
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পিএম

ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ করে নগরবাসীকে নিরাপদ রাখতে ১৯ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (ক্রাইম বিভাগ) শচীন চাকমাকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম-১) একজন, ডিএমপির আটটি অপরাধ বিভাগের আটজন অতিরিক্ত উপকমিশনার, গোয়েন্দা পুলিশের আটজন অতিরিক্ত উপকমিশনার এবং একজন অতিরিক্ত উপকমিশনার/সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সই করা এক অফিস আদেশে গত ৭ অক্টোবর ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়, ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে, সে সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিরোধ ও ছিনতাই সংঘটিত হলে ছিনতাইকারীকে আইনের আওতায় আনা এই টাস্কফোর্সের উদ্দেশ্য।

অফিস আদেশে আরও বলা হয়, ঢাকা মহানগরীর সাম্প্রতিক অপরাধ কার্যক্রম পর্যালোচনায় দেখা যায় যে বিভিন্ন থানা এলাকার ছিনতাই সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে। ছিনতাইয়ে জড়িতদের আদালতে সোপর্দ করার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িত হয় তারা। ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ এবং অপরাধ-ভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এর আগে, ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় ছিনতাই প্রতিরোধে টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছিলেন হাবিবুর রহমান।

   

About

Popular Links

x