আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সব ধরনের ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সব ধরনে পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেসব পোস্টার ও ব্যানার লাগানো লাগানো রয়েছে তা আগামী তিন দিনের অপসারণের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।