Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভরিতে ২,৩৩৩ টাকা বাড়লো স্বর্ণের দাম

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম

দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের প্রতিভরি স্বর্ণে ২,৩৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণে দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন এক লাফে ২,৩৩৩ টাকা বাড়ানো হলো।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৯ হাজার ৩৭৭ টাকা; ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৪ হাজার ৮২৮ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮১ হাজার ২৯৮ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x