কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনটি পেছন থেকে এগারো সিন্ধুকে ধাক্কা দেয় বলে জানা গেছে। এতে যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধুলী ট্রেনের পেছনের দুটি বগি তছনছ হয়ে যায়। এ ঘটনায় ১৭ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা সাংবাদিকদের জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারো সিন্ধুর গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মালবাহী ট্রেনটির ধাক্কায় এগারো সিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জীবন জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে র্যাব। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।