রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতি ও ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) বাসভবনের বিপরীত পাশে দুইটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। এছাড়া কাকরাইল মসজিদের কাছে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাসও ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গাড়ির ভাঙা কাঁচ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। তবে কে-বা কারা বাসটিতে ভাঙচুর চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। কোন দলের লোকজন এই গাড়ি ভাঙচুর করেছে, এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, “কাকরাইলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নিয়েছি।”