Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাস পোড়ানোর মামলায় বিএনপির ১১ জনকে কারাদণ্ড

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৫০ পিএম

১১ বছর আগে বাড্ডায় অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকার বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১০ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাদের তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন-মান্নান মোল্লা, কামরুজ্জামান স্বপন, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, শাকিল আহমেদ, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী।

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এছাড়া ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আতিকুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার হরতালে ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়ার ৭ টার দিকে মধ্য বাড্ডা প্রগতি সরনাস্থ আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি বাসে আগুন দেন।

এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানার উপ-পরিদর্শক রহমত আলী মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে একই থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম ২০১৪ সালের ২০ এপ্রিল ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

   

About

Popular Links

x