Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে যানজটে থেমে থাকা যাত্রীবাহী বাসে আগুন

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৫০ পিএম

গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে যানজটে থেমে ছিল। তখন বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির যাত্রীরা দৌড়ে নেমে যান। তখন বাসটিতে তিনজন যাত্রী ছিল। স্থানীয়রা এসে আগুন নেভান। এতে বাসের কিছু অংশ পুড়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঢাকা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x