Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পিএম

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় মানুষ নিহত ও আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বিগ্ন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। এসব সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।”

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন জাতিসংঘ মহাসচিব।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, “পুলিশ এখনও প্রধান বিরোধী দলের নেতাদের এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছে। এ অবস্থায় আপনি কীভাবে মনে করেন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে?”

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, “সহিংসতায় সুস্পষ্টভাবে আমরা উদ্বিগ্ন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি শান্ত হওয়া জরুরি। সকল মানুষের নিজেদের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো গুরুত্বপূর্ণ।”

About

Popular Links