Thursday, June 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা

বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জল কামানসহ পুলিশের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করে আসছেন পোশাক কারখানার শ্রমিকরা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। ওই এলাকার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় শ্রমিকদের জড়ো হতে দেখা যায়নি।

তবে সড়কের বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জল কামানসহ পুলিশের উপস্থিত রয়েছে। পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।

মঙ্গলবার বিভিন্ন কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার কার্যক্রম সচল হবে। 

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।”

About

Popular Links