Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইসির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক পেছাল

  • ৫ নভেম্বর এ বৈঠক হওয়ার কথা ছিল
  • তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক ডাকার রীতি দীর্ঘদিনের
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের দিন পিছিয়েছে। ৫ নভেম্বর এ বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করেছে রাষ্ট্রপতির দপ্তর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারই দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক ডাকার রীতি দীর্ঘদিনের। 

কমিশন এরই মধ্যে ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। যেখানে ৯০ দিনের গণনা ২০২৩ সালের ১ নভেম্বর থেকে শুরু হবে।

নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

   

About

Popular Links

x