Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে সাতজনের মৃত্যু

 হাটহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আদিল মাহমুদ বলেন, “ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।”

ওসি আরও বলেন, “ধারণা করছি নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য হতে পারে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।”

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x