Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক দিনে সারা দেশে ১৫ যানবাহনে আগুন

সারা দেশে প্রতি তিন ঘণ্টায় একটি পরিবহনে এবং প্রতি চার ঘণ্টায় একটি করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব পরিবহণের মধ্যে রয়েছে নয়টি বাস, চারটি কাভার্ডভ্যান ও দু’টি ট্রাক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

তালহা বিন জসিম বলেন, “সারা দেশে ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ঢাকা নগরীতে (হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) সাতটি, ঢাকা বিভাগের গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও নোয়াখালীতে দু’টি, রাজশাহী বিভাগের বগুড়ায় একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দু’টি আগুনের ঘটনা ঘটে।”

ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে প্রতি তিন ঘণ্টায় একটি পরিবহনে এবং প্রতি চার ঘণ্টায় একটি করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর রাজধানীতে প্রতি ছয় ঘণ্টার ব্যবধানে একটি করে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

   

About

Popular Links

x