Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুগদায় ঘুমন্ত স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা, স্বামী আটক

পরকীয়া প্রেম নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এসব নিয়ে পিংকি তার স্বামীকে ডিভোর্সেরও হুমকি দেয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

রাজধানীর মুগদায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৫), তিনি পেশায় ব্যবসায়ী।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ।

তিনি ঢাকা ট্রিবিউটকে বলেন, “স্ত্রী পিংকির (৩০) পরকীয়া প্রেম নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এসব নিয়ে পিংকি তার স্বামীকে ডিভোর্সেরও হুমকি দেয়। এরই জের ধরে শুক্রবার সকালে স্বামী শহিদুল ইসলাম ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী পিংকিকে (শীল-পাটার) শীল দিয়ে মাথায় একাধিক আঘাত করে হত্যা করে।

স্থানীয়দের দেওয়া খবরে শুক্রবার সকালে মুগদা থানার পুলিশ ওই বাসা থেকে পিংকির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

দুই মেয়েকে নিয়ে মুগদার মান্ডা কদম আলী ঝিল পাড় আব্দুল মজিদ হাজী বাড়িতে ভাড়া থাকতেন এই দম্পতি; পিংকির গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

   

About

Popular Links

x