টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় হলের বাইরে খাতা আনার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।
খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে। এরা হলেন- নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের রুহুল আমিন ও উত্তম কুমার মদক। এছাড়াও পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে নিকলা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনা দিন উক্ত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরপরই দায়িত্বরত শিক্ষক আব্দুল জলিল অনুমতি ছাড়া কয়েকটি বাড়তি খাতা সংগ্রহ করেন। পরবর্তীতে তার সহযোগিতায় ঐ খাতাগুলো বাইরে আনা হয়।
পরে কেন্দ্রের বাইরে আনা খাতাসহ বহিরাগত এক নারীকে আটক করে পুলিশ। এ ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ঢাকা ট্রিবিউনকে বলেন, “পরীক্ষার খাতা বাইরে নেওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়া আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা রয়েছে”।