রংপুরে প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার বিষয়ে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) জেলার পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটে।
অভিভাবকদের অভিযোগ, নকল মুক্তভাবে ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেখানে কর্তৃপক্ষের সামনেই প্রকাশ্যে বই দেখে পরীক্ষা দিয়েছেন অনেকেই।
এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
তথ্য বলছে, গত ৭ নভেম্বর থেকে কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পাবলিক পরীক্ষা শুরু হয়। এই কেন্দ্রে নয় বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা চলছিল। সেখানেই এক দুই শিক্ষার্থীকে বই খুলে পরীক্ষা দিতে দেখা যায়। বিষয়টির ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করেন এক শিক্ষার্থী। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীর অভিযোগ, শিক্ষকদের সহযোগিতায় ওই ঘটনা ঘটেছে।
এদিকে ওই ঘটনা জানাজানি হলেও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।
তবে এ ঘটনা অস্বীকার করেন কেন্দ্র সচিব নজরুল ইসলাম। তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, “আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।”