দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে বৈঠক করছে নির্বাচন কমিশন।
বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়।
২৬তম এই কমিশন বৈঠকের পরই নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।
কমিশন বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
অতীতে রেকর্ডেড ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা হলেও এবারই প্রথমবারের মতো লাইভ (সরাসরি) ভার্সনের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি।