Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

গ্রেপ্তার এড়াতে আত্মহত্যার হুমকি আদম তমিজীর, ফিরে গেল র‌্যাব

র‌্যাব সদস্যরা আদম তমিজীর বাসায় ঢুকে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আত্মহত্যার হুমকি দেন। এমনকি তার স্ত্রীদেরও হত্যার হুমকি দেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় র‌্যাব সদস্যরা ফিরে আসেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:২৩ এএম

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও “মানবিক বাংলাদেশ সোসাইটি”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হককে গ্রেপ্তারে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। ফৌজদারি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের চেষ্টার সময় আদম তমিজী আত্মহত্যার হুমকি দেন; পরে সেখান থেকে ফিরে আসে র‌্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তার বরাতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন জানায়, র‌্যাব সদস্যরা আদম তমিজীর বাসায় ঢুকে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আত্মহত্যার হুমকি দেন। এমনকি তার স্ত্রীদেরও হত্যার হুমকি দেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় র‌্যাব সদস্যরা ফিরে আসেন।

এর আগে তিনি দুবাই ও সৌদি আরব অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

সৌদি আরবে অবস্থান শেষে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজী। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

আদম তমিজী হকের বাবা ব্যারিস্টার তমিজী হক ছিলেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিস্কুট ও ব্যাটারি শিল্পে শক্তিশালী অবস্থান রয়েছে হক গ্রুপের।

বাবার মৃত্যুর পর হক গ্রুপের নেতৃত্বে আসেন আদম। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব বুঝে নেন তিনি।

আদম তমিজী হকের জন্ম ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর ঢাকার ইস্কাটনে। পরিবারের ইচ্ছায় তিনি ছোটবেলায় বিদেশে পড়তে যান। তবে পড়াশোনা শেষ করে দেশেই ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিডলসেক্স থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। দেশে ফিরে মনোনিবেশ করেন পারিবারিক ব্যবসায়।

২০১১ সালে ম্যানেজিং ডিরেক্টর পদটি বাগিয়ে আদম তমিজী হয়ে ওঠেন হক লিমিটেডের সর্বেসর্বা। তার ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য বলছে, আদমের নেতৃত্ব, পরিকল্পনা ও জনমুখী কার্যকলাপের কারণে ব্যবসার পরিসর বাড়ে।

২০১৭ সালে “মানবিক বাংলাদেশ” নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু জনকল্যাণমূলক কাজ করে আদম তমিজীর রাজনৈতিক অঙ্গনে প্রবেশের প্রচেষ্টা শুরু। ওই বছরের নভেম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হকের মৃত্যুর পর বেশ কয়েকজন ব্যবসায়ী উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আদম তমিজীও ছিলেন তাদের মধ্যে একজন।

২০১৭ সালে আদম তমিজী হক আওয়ামী লীগের কোনো কমিটিতে ঠাঁই পাননি। তবে দলটির সহযোগী সংগঠন তাঁতী লীগের ঢাকা উত্তর সিটি কমিটি অনুমোদন পেলে সেখানে উপদেষ্টা হিসেবে নাম আসে তার।

About

Popular Links