Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে নিখোঁজ ৩০০ জেলে

  • মৎস্যজীবী মহলে উৎকণ্ঠা 
  • তাদের খুঁজতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

ঘূর্ণিঝড় মিধিলির কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জেলপল্লিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা জেলে ও ট্রলার মালিক সমিতির তথ্যমতে, বরগুনায় প্রায় ১,৫০০ ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়।

বৈরী আবহাওয়ায় সব ট্রলার তীরে ফিরে এলেও ২০টি ট্রলারের কোনো হদিস নেই।

মোস্তফা চৌধুরী বলেন, “পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় মৎস্যজীবী মহলে উদ্বেগ বিরাজ করছে। তাদের অবস্থান খোঁজার চেষ্টা চলছে।”

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “আমি জেলেসহ ২০টি ট্রলার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে পেরেছি। তাদের সন্ধানের জন্য কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবী সমিতিকে তাদের প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

About

Popular Links