ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গত দুই দিন দেশের বিভিন্ন জেলায় শীত অনুভূত হয়েছে। প্রকৃতপক্ষে শীতের জন্য আরও ১০ থেকে ১২ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে। গত দুই দিন শীতের অনুভূতি ঘূর্ণিঝড় মিধিলির কারণেই হয়েছে। মিধিলি বিদায়ের পর দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মূলত ডিসেম্বর মাস থেকে শীত পড়তে শুরু করবে জানিয়ে তিনি বলেন, “২১ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। এরপর ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কিছুটা কম তাপমাত্রা থাকবে। তারপর আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে এবং নভেম্বর মাস অতিক্রম করবে।”