Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

  • কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
  • রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ট্রেনের বগিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।”

রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, ২৮ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ১৯৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

১৯৭টি অগ্নিসংযোগের মধ্যে ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে ১৩২টি, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ২৪টি, বরিশালে সাতটি, রংপুরে সাতটি, খুলনায় দুটি, ময়মনসিংহ বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি হামলার ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ অক্টোবর সর্বোচ্চ ২৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

যদিও বেশিরভাগ অগ্নিসংযোগ সহিংসতা ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ঘটেছে।

ফায়ার সার্ভিস বলছে, তারা ৩০টি জেলায় এমন কোনো ঘটনার খবর পায়নি।

ফায়ার সার্ভিস ৩৪১টি ইউনিটের মোট ১,৮৮৮ জন সদস্য এই সময়ের মধ্যে সারা দেশে আগুন নেভাতে কাজ করেছেন।

২৮ অক্টোবর, বিএনপি ও জামায়াতে ইসলামী উভয়ই ঢাকায় সমাবেশ ডেকেছিল। সেটিই পরে সহিংসতায় রূপ নেয়।

সেদিন বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে একজন পুলিশ কনস্টেবলসহ দুইজন মারা যায়।

About

Popular Links