Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

অনলাইনে লুঙ্গি কিনে দাম না দেওয়ায় দুই বছরের জেল, ১০ লাখ টাকা জরিমানা

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

অনলাইনের মাধ্যমে ৩ লাখ ৩২ হাজার ২৮২ টাকার লুঙ্গি কিনে টাকা শোধ না করায় দুই বছরের জেলসহ ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

এর আগে, ২০২০ সালের ২৪ জুলাই সিরাজগঞ্জের বেলকুচি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ভুক্তভোগী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমজাদ হোসেন কিরন (৪৪)। তিনি যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের বাসিন্দা।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার বাদীর নাম বুলবুল হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি। বুলবুল লুঙ্গি তৈরি করেন। ফেসবুকের মাধ্যমে অনলাইন তিনি লুঙ্গির অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েও থাকেন।

আসামি আমজাদ হোসেন ২০২০ সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লুঙ্গি নিলেও মূল্য পরিশোধ না করে প্রতারণা করেন।

তিনি বলেন, “আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দুটি ধারায় এক বছর করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার প্রতি পাঁচ লাখ টাকা পরিশোধ না করলে আরও তিন মাস করে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

   

About

Popular Links

x